দুটি কবিতা
পবিত্র আচার্য
(১)
বুকের তেষ্টা পায়, মাছেদের বর্ষা মিলনের মত
জলবুক এ যৌবন ঢেউ আছড়ে পড়ে উথাল
মায়া প্রপঞ্চ, দুষ্টু ক্যাবরে ঢাকা থাকে গোপনাঙ্গ
আমার জন্যে কেউ বিছিয়ে দেবে ওমের চাদর
গুমজ্বর নেভাতে আগুনের দরকার ছিল বুঝি
শূন্যের দিকে চেয়ে থাকি, হাতে লেখা ফুটনোট
স্মৃতির বিভক্তি ছড়িয়ে পড়ে মিলন রাত্রির মত
ঋতুবাগানের মধ্যে দিয়ে হেঁটে ছিলাম অনেক টা পথ
নিষিদ্ধ আপেলের খোঁজে।।
(২)
নিষিদ্ধ শরীরের ঠুক
ইথারের দেওয়ালের হাসি উচ্ছলে পড়ে নিরাশ্বাস
নগ্ন ছায়ারা পয়দা হয়
ছেঁড়ে যাওয়া যৌনতার বমি গুলো চাটতে থাকি
যতক্ষণ না অন্ধকার থেকে আকরিক গন্ধ পাই
ওই যোনি পথে আঁধারিগন্ধের চ্যাট চ্যাটে সিক্ততায়
নারী-পুরুষের বিসর্গ সন্ধির কোলাজ মাখা আছে
রাত মুছে গেলে দুই পা জলের মধ্যে চুবিয়ে রাখী
শরীরের চতুষ্কোণের চাদরে লেগে আছে লালাদাগ।।
(১)
বুকের তেষ্টা পায়, মাছেদের বর্ষা মিলনের মত
জলবুক এ যৌবন ঢেউ আছড়ে পড়ে উথাল
মায়া প্রপঞ্চ, দুষ্টু ক্যাবরে ঢাকা থাকে গোপনাঙ্গ
আমার জন্যে কেউ বিছিয়ে দেবে ওমের চাদর
গুমজ্বর নেভাতে আগুনের দরকার ছিল বুঝি
শূন্যের দিকে চেয়ে থাকি, হাতে লেখা ফুটনোট
স্মৃতির বিভক্তি ছড়িয়ে পড়ে মিলন রাত্রির মত
ঋতুবাগানের মধ্যে দিয়ে হেঁটে ছিলাম অনেক টা পথ
নিষিদ্ধ আপেলের খোঁজে।।
(২)
নিষিদ্ধ শরীরের ঠুক
ইথারের দেওয়ালের হাসি উচ্ছলে পড়ে নিরাশ্বাস
নগ্ন ছায়ারা পয়দা হয়
ছেঁড়ে যাওয়া যৌনতার বমি গুলো চাটতে থাকি
যতক্ষণ না অন্ধকার থেকে আকরিক গন্ধ পাই
ওই যোনি পথে আঁধারিগন্ধের চ্যাট চ্যাটে সিক্ততায়
নারী-পুরুষের বিসর্গ সন্ধির কোলাজ মাখা আছে
রাত মুছে গেলে দুই পা জলের মধ্যে চুবিয়ে রাখী
শরীরের চতুষ্কোণের চাদরে লেগে আছে লালাদাগ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন