সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৩

কবিতা - অনির্বাণ দাস

নজর
অনির্বাণ দাস



স্মৃতি মানেই সেই গুদামঘর
যেখানে লোকে সিমেন্টের বস্তা স্টক করে রাখে
#
দিনকাল তো ভাল নয়
বর্ষা বাদল লেগেই আছে
#
এখন কথা হোল
টিনের চালে ফুটো আছে কিনা
#
মিস্ত্রীর আর কি
এটা সেটা বুঝিয়ে
হাতে লিস্ট ধরিয়ে দিয়ে
সেই যে ফুটে গ্যালো ...

1 টি মন্তব্য: