অনুবাদক - সুবিমল বসাক
মূল কবিতা - বিপুল সংসার
নারায়ণ জী
বিপুল সংসার
ফসল কাটা শেষ
বড়ো হয়েছে গোলায় নিয়ে যাবার জন্য
কিছু খড়কুটো কিছু খুদকুঁড়ো
এখনও ছড়ানো আছে পতিত ক্ষেত-মাঠে
শকুনেরা তীক্ষ্ণ নজর নিয়ে বসে কাটায়
নখের ডগায় ফুঁটে ধান
পায়রা উড়ে বেড়ায় ইতঃস্তত
ঠোটে তুলে নেয় খড়ের শর
বাসায় পাড়বে ডিম
ইঁদুর-মারারা কুঁড়ে হয়ে গেছে
গর্ত থেকে আর বেরোয় না ইঁদুর
ধানের শীষ ছড়িয়ে রেখেছে গর্তে
বহু প্রয়াসের পরেও,হায় –
সংগ্রহ করতে পারিনি
কিছু আকাঙ্খা –
ধরাছোঁয়ার বাইরে থেকে যায়
পালনীয় ধরিত্রীর বিপুল সংসার।
মূল কবিতা - বিপুল সংসার
নারায়ণ জী
বিপুল সংসার
ফসল কাটা শেষ
বড়ো হয়েছে গোলায় নিয়ে যাবার জন্য
কিছু খড়কুটো কিছু খুদকুঁড়ো
এখনও ছড়ানো আছে পতিত ক্ষেত-মাঠে
শকুনেরা তীক্ষ্ণ নজর নিয়ে বসে কাটায়
নখের ডগায় ফুঁটে ধান
পায়রা উড়ে বেড়ায় ইতঃস্তত
ঠোটে তুলে নেয় খড়ের শর
বাসায় পাড়বে ডিম
ইঁদুর-মারারা কুঁড়ে হয়ে গেছে
গর্ত থেকে আর বেরোয় না ইঁদুর
ধানের শীষ ছড়িয়ে রেখেছে গর্তে
বহু প্রয়াসের পরেও,হায় –
সংগ্রহ করতে পারিনি
কিছু আকাঙ্খা –
ধরাছোঁয়ার বাইরে থেকে যায়
পালনীয় ধরিত্রীর বিপুল সংসার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন