বুধবার, ১ জানুয়ারী, ২০১৪

কবিতা - সমীরণ

কফিশপ করে রব
সমীরণ



তখন ছিলো কফিশপের মেজাজ
আগামী তোর বাড়িতে ফের যাবো
ঠোঁটের কোণা হাসির তাপে ভেজা
সঙ্গিনীকে নিয়েই শুধু ভাবো

আনকোরা তার ভাবনাগুলো খুব
ঢেউ-এর নীচে ফসফরাসের খনি
বন্ধ চোখের দুপুরে এক ডুব
গায়ের গন্ধে মলিন মেহগনি

আকাশ জুড়ে দাগ কেটেছে জেট
উড়ানপথে উড়ছে পাখির পালক
হাসির ভাঁজে কঁকিয়ে ওঠে পেট
কফির নেশায় চোখের নীচে আলো

আলতো হাতের রুমাল খোঁজে যে ভাঁজ
আলাপচারী কথায় মেশায় হৃদয়
সন্ধ্যে ছিলো কফিশপের মেজাজ
হাতের ওপর হাত রাখতে কি ভয়



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন