তৃষা
অরিত্র দত্ত
তোর উপস্থিতি আজও খুঁজে পাই
শ্যাওলা ধরা তুলসীগাছের নীচে
চুলের গন্ধ লেগে থাকে পেয়ারাপাতার গায়ে
আজন্ম কাক হয়ে ঠুকরে খেতে চাই বুনো ফল
হঠাৎ বৃষ্টির পর ভ্যাপসা গরমে খুঁজে পাই তোর ঘাম
কলের তলায় বসে হিসেব করি না যৌনতার
তাই হয়তো অসম্পূর্ণ কবিতার উপস্থিতি
শিহরণ দেয় না, ভয় ধরায় মনে
ভয়ে ভয়ে থেকে যায় আধপোড়া লেখা-রা
অরিত্র দত্ত
তোর উপস্থিতি আজও খুঁজে পাই
শ্যাওলা ধরা তুলসীগাছের নীচে
চুলের গন্ধ লেগে থাকে পেয়ারাপাতার গায়ে
আজন্ম কাক হয়ে ঠুকরে খেতে চাই বুনো ফল
হঠাৎ বৃষ্টির পর ভ্যাপসা গরমে খুঁজে পাই তোর ঘাম
কলের তলায় বসে হিসেব করি না যৌনতার
তাই হয়তো অসম্পূর্ণ কবিতার উপস্থিতি
শিহরণ দেয় না, ভয় ধরায় মনে
ভয়ে ভয়ে থেকে যায় আধপোড়া লেখা-রা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন