বুধবার, ১ জানুয়ারী, ২০১৪

কবিতা – শশাঙ্কশেখর পাল

নারীবেলা পুরুষবেলা ও পারমিতা
শশাঙ্কশেখর পাল



সারাদুপুর আমাদের জাফরি রোদে কিছু শব্দসিলিকা
তা থেকে আতস কাঁচ
আগুন পালক চৌকাঠ ভেঙে আতপ্ত বোধ

বেতের নক্সি সোফা জুড়ে নারী ও পুরুষ
শৈলী তার নিজস্ব বিমুগ্ধ বিচরণে মুখরিত ড্রইংরুম
ব্রহ্মই শব্দ— শব্দ এখানে প্রকৃতজ বাকক্ষেত্র
খোলশ খুলে-খুলে নগ্ন অবয়ব

আদম ও ইভ
ঈশ্বরের প্রিয় সৃষ্টি কবিতার ফোয়ারায় পিংপং
সত্য-মিথ্যা মিথ্যা-সত্যের ধাঁধানো পথে শয়তানের ট্র্যাপিজ
আপেল বাগানের ভাঁজ খুলে-খুলে তৈরি এরিনা
ভেতরে এত কৃত্রিম আলো আঁধারের নামান্তর

সাজানো ড্রইংরুমে ছড়ানো মধ্যাহ্ন প্রবাহ আমরা মুখোশ ছিঁড়েছি— পোশাক-আশাক
বদলেছি প্রতিটি শিত্কারের মিলন ক্ষেত্র
আদি আলোর উত্স সন্ধানে মোজাইক মেঝে খুঁড়ে
সাজাচ্ছি জারোয়া গ্রাম...



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন