গান্ধর্ব
শাশ্বত বন্দ্যোপাধ্যায়
আমাদের সকল ভালোবাসাগুলি আজ শরতের অনিকেত পথ হয়ে আছে।
পাশের গ্রামের এক হরবোলা সেই ভোর থেকে ডাকছে অবিরল,
নতুন মুখোশ মুখে পরে ঘুমিয়ে রয়েছে তার অন্ধ বালক
কাল রাতে খুলতে ভুলে গেছে।
এইভাবে আমরাও ভুলে যাই নিজমুখ, মেলা আর ধুলোর প্রবাহে
এত রূপ আর এত রঙ
আমাদের মাঝে অনঙ্গ প্রাচীর হয়ে থাকে
হে মানুষ, হে চরাচর, শোনো – এক বিহ্বল পিতা সেই ভোর থেকে ডাকে ...
শরতপথের ধারে কটি সবুজ আঙুল, নামহীন ফুলের অঙ্গন
গৃহস্থবাড়ি
পরিচয়হীন, তবু হঠাৎ বৃষ্টি এলে হাসিমুখে দোর খুলে দেয়
নির্জন মেঘের বিষাদ প্রদীপে প্রদীপে কত আলো – জানে শুধু
নবমীর নিশি
আমাদের সব খুনসুটি আর অভিমান আজ পাখিনাম হয়ে আকাশে ভেসে যায় ...
শাশ্বত বন্দ্যোপাধ্যায়
আমাদের সকল ভালোবাসাগুলি আজ শরতের অনিকেত পথ হয়ে আছে।
পাশের গ্রামের এক হরবোলা সেই ভোর থেকে ডাকছে অবিরল,
নতুন মুখোশ মুখে পরে ঘুমিয়ে রয়েছে তার অন্ধ বালক
কাল রাতে খুলতে ভুলে গেছে।
এইভাবে আমরাও ভুলে যাই নিজমুখ, মেলা আর ধুলোর প্রবাহে
এত রূপ আর এত রঙ
আমাদের মাঝে অনঙ্গ প্রাচীর হয়ে থাকে
হে মানুষ, হে চরাচর, শোনো – এক বিহ্বল পিতা সেই ভোর থেকে ডাকে ...
শরতপথের ধারে কটি সবুজ আঙুল, নামহীন ফুলের অঙ্গন
গৃহস্থবাড়ি
পরিচয়হীন, তবু হঠাৎ বৃষ্টি এলে হাসিমুখে দোর খুলে দেয়
নির্জন মেঘের বিষাদ প্রদীপে প্রদীপে কত আলো – জানে শুধু
নবমীর নিশি
আমাদের সব খুনসুটি আর অভিমান আজ পাখিনাম হয়ে আকাশে ভেসে যায় ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন