দুপুরে ভোরের ফুল
রুদ্র গোস্বামী
জাফরানি দুপুরিয়া রঙ
তোমার চিবুকে এঁকেছে তার লাজ।
কি গভীর তোমার দুটো চোখ !
অনুপর্ণা ___
হৃদয়ে এতো রঙ মেখে
তুমি আর যেওনা ওদিকে।
মেহেদির লালপাতা মেয়ে
তোমার দু'হাতে রেখেছে তার যৌবন,
কি অবুজ তোমার দুটো হাত
এখনি ছুঁয়োনা আমাকে।
আমার চোখে হাঁটা নদী
দু'হাতে রেখেছে তাজা জল;
বলো'তো ? কতদিন পরে এলে তুমি !
রুদ্র গোস্বামী
জাফরানি দুপুরিয়া রঙ
তোমার চিবুকে এঁকেছে তার লাজ।
কি গভীর তোমার দুটো চোখ !
অনুপর্ণা ___
হৃদয়ে এতো রঙ মেখে
তুমি আর যেওনা ওদিকে।
মেহেদির লালপাতা মেয়ে
তোমার দু'হাতে রেখেছে তার যৌবন,
কি অবুজ তোমার দুটো হাত
এখনি ছুঁয়োনা আমাকে।
আমার চোখে হাঁটা নদী
দু'হাতে রেখেছে তাজা জল;
বলো'তো ? কতদিন পরে এলে তুমি !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন