বুধবার, ১ জানুয়ারী, ২০১৪

কবিতা – মলয় রায়চৌধুরী

পুজোসংখ্যার পাঠক
মলয় রায়চৌধুরী



ভিন্ন পথের যাত্রী নামের ভয়গুলো
উঠছে খাঁড়া বছরশেষের গলায়
লীলা কি সত্যিকারের চোলাই
যোগফলে যার ফুটকির পর জিরো
নৌকো থেকে তিনখানা ঢেউ বাদ দিয়ে
খাদের ঘাসে যেসব ম্যাকডোনাল্ড
ছিটকে গেল খই ফোটানো ধুলোয়
কয়েক স্টেশন পরে তুলোট ধড় থেকে
আলগা মজার মুণ্ডুখানা চোখ মেলে
পাঁচ আধুলির হরির লুটে পড়ে পাওয়া
কী অক্ষর রে কিই বা বলি চিড়সুখে
নাচাও ফিচেল ঘুম-বন্ধক ঠ্যাং জোড়া
প্রেমিক রসের সিঁধ কেটে যা ভাঙে
বেহেড তেমন ভিস্তিঅলার খোলছাগল
কলিংবেলে রদ্দিঅলার নামই শুধু
বাজার দরের রেটের হাওয়ায় গেঁথা...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন