বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৪

কবিতা - জয়াশীষ ঘোষ

উন্নয়ন
জয়াশীষ ঘোষ



দেখছ না
প্লাস্টিক হয়ে যাচ্ছে চারপাশ?
অ্যালজোলামের রাত, বাইপাসের রাস্তাটা
পোষা নিমগাছ, বুকে হাঁটা মানুষজন
গড়িয়ে যাচ্ছে শব্দহীন
আর তুমি
নিয়ন্ত্রিত বুলডোজারের মত খুঁজে যাচ্ছ ঊরুসন্ধির মানচিত্র!

এরপর যারা আমায় বেহায়া বলবে
তাদের মুঠো খুলে ছড়িয়ে দেব গণতন্ত্রের বীর্য!

####

আমার ভিতর
শিকড় সমেত
বাড়ছে আমার দৈন্য
বদলে যাচ্ছে
শহর, মানুষ
বদলে যাচ্ছে চিহ্ন !

####

লোকটা নদী আঁকত।

মলিন দাড়ি। অনেকদিনের না খাওয়া চোখ
স্বপ্ন দেখত একদিন নদীর জল বাড়বে।
বাড়তে বাড়তে গ্রাস করে নেবে এই কালভার্ট
কালভার্টের পাশে থরে থরে সাজানো মাংসের দোকান
ট্রাকের শব্দ।আঁচলখসা হাসি। রসুনের গন্ধ। মোবাইল ফোন
একদিন লোকটা
নদী আঁকতে গিয়ে এঁকে ফেলল
একটি প্রাগৈতিহাসিক দৈত্যাকার পাখি

লোকটাকে তারপর খুঁজে পাওয়া যায়নি।
পাখিটার ছায়ায় আমরা নিশ্চিন্তে ঘুমোচ্ছি ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন