বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৪

কবিতা – প্রীতম ভট্টাচার্য

প্রোষিতভর্তৃকা
প্রীতম ভট্টাচার্য্য



যার অনুবাদ হয়নি কখনো

অবয়বে অদ্ভুত আগুন

চোখের জলেতে এক নিজস্ব নদী

তুমিতো চেনোনি তাকে

রক্ত, মাংস শুধু সুদৃশ্য কাপড়ে মোড়া

দেখেছ দুচোখে

প্রতিক্ষায় স্নিগ্ধ প্রতীক,

কাঁদে কে?

রমণী হৃদয় নয় একা কাঁদে বিষন্ন নদী ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন