ধাঁধা
গৌরব চক্রবর্তী
গুজবের মতো এক পাখি
কিছু মেঘ তার ডানার সঞ্চয়
নদীর শীতল ঘ্রাণ, উজানের আলো ---
এতসব...
ডানায় ঢেলে রাখা অববাহিকা
আন্দাজমতো কান্না --- উল্টে রাখা... জন্মের দাগ
স্রেফ একটা বকুলবেলা আর যথেষ্ট চোখ-পিটপিট
কত বন্দর তার নাভির ভেতরে পাক খেয়ে মরছে
মরেই যাচ্ছে...
মরতে মরতে জেগে উঠছে সরষেফুল
গৌরব চক্রবর্তী
গুজবের মতো এক পাখি
কিছু মেঘ তার ডানার সঞ্চয়
নদীর শীতল ঘ্রাণ, উজানের আলো ---
এতসব...
ডানায় ঢেলে রাখা অববাহিকা
আন্দাজমতো কান্না --- উল্টে রাখা... জন্মের দাগ
স্রেফ একটা বকুলবেলা আর যথেষ্ট চোখ-পিটপিট
কত বন্দর তার নাভির ভেতরে পাক খেয়ে মরছে
মরেই যাচ্ছে...
মরতে মরতে জেগে উঠছে সরষেফুল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন