বসন্তের কবিতা 
সৌমিত্র চক্রবর্তী 
  
এসো বাঙলায় ফিরে আসি              
শীতার্ত রাতের শেষে
 সারমেয়র কুঁইকুঁই 
 আর উত্তরে হাওয়ার গর্জন
 পেছনে ফেলে
 উষ্ণ লেপের তলায়
 এসো বাঙলায় ফিরে আসি... 
হতে পারে
 যা কিছু ভেবে থকি
 সবই ভুল কিম্বা
 অনেকটাই... 
তাই বলে যা আছে আয়ত্ত্বে আমার
 তাকে দূরছাই...?
 
 হোক যা হবার তাই
 তবুও আমি
 আমার মতই হেসে চলে যাব...
কে যে কোথায়                                              
 কি ভেবে রঙীন শুকনো পাতায়                                    
 মর্মর শব্দকেও ঢেকে দেয়                                  
 সে আমার বিচার্য নয়।            
  
ফাল্গুনী হাওয়ার বিকেল 
 চোখ দুটো চলে যাচ্ছিল 
 অন্য মনে, ঢিমেতালে,
 মনউদাসী হাওয়ার ঝাঁকে
 টাল খেয়ে ঘুরে গেল
 ওপরের উপোসী ব্যালকনিতে।
 ফাল্গুনী বিবর্ণ অর্জুন
 শুকনো পাতায় সন্তানরেখা আঁকে,
 নির্বিকারত্বের বাদামি বৃন্তে
 সুড়সুড়ি দিয়ে ফিক হাসি, 
 ঘাড়ের ওপর গরম নিঃশ্বাস,
 কোয়েলার পরানসখা
 ইতিউতি চায়
 আকুলি বিকুলি মিলন ইচ্ছায়। 
 উচ্ছ্বাসের ঢেউয়ের তরঙ্গে
 ভিজে চুপচুপ একান্ত ব্যালকনি 
 দেখে, চলে যায় মরমিয়া চোখ।
 শাঁখের ভেতরে শাঁখ
 পলাশ পাতায় ঠোঁট রঙ
 বসন্ত ছলকায় ...! 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন