মিছিল খন্দকারের কবিতা
অভয়ারণ্য
এই কংক্রিট শহরে
আজ থেকে আমি এক বনভূমি
শিরায় শিরায় নদী
মাছ খলবল করবে খেয়াল খুশিতে
নৌকা, মাঝি, পাল
বক এবং হরিয়াল
সব থাকবে
শুধু ধীবর থাকবে না
বৃক্ষ, ফুল, ফল থাকবে
পাখি ও পতঙ্গ থাকবে
বৃক্ষ নিধন হবে না
পাখি শিকারিও থাকবে না
আজ থেকে এই বুক
অভয়ারণ্য তোমার
কষ্ট পেলে, একা লাগলে
ঝাঁপিয়ে পরবে
কিন্তু খবর্দার কখনও কাঁদবে না...
যেন বাংলাদেশ
হয়ত বৃষ্টি নামবে
মুছে যাবে তোর মুখের মাঘদগ্ধ দাগ
হয়ত প্রেমিক এক সদ্য ভার্সিটি পাশ বেকার
তার হাত ধরে রিকসার চড়ে
ভিজবি খুব
খুব ভিজবি
সাথে তোর ভিজবে
আজন্মই ভিজতে থাকা
এদেশের কোনো এক রিকশা চালক
হয়ত বিকেলেই বৃষ্টি নামবে
দীর্ঘ প্রতিক্ষিত বৃষ্টি
হয়ত ফুটপাতের ঘর সংসার গুটিয়ে
কোনো এক দম্পতি গিয়ে
অসহায় দাঁড়াবে
মেডিকেলের বারান্দায় যেন বাংলাদেশ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন