আমার দেশ প্রবীর বিকাশ সরকার   
এদেশ তোমার আমার 
এদেশ আমার বাবার, 
রক্ত দেব জীবন দেব 
সব অধিকার পাবার! 
  
এদেশ তোমার আমার 
এদেশ আমার মায়ের, 
পাকপন্থী জারজগুলো 
ভৃত্য আমার পায়ের! 
  
এদেশ তোমার আমার 
এদেশ বাংলা ভাষার, 
বাংলা ভাষাই পথ আমার 
তোমার কাছে আসার। 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন