দুইটি কবিতা: প্রীতি আচার্য 
  
অন্তঃসলিলা : ১ 
  
নিজেকে নিজেই লিখি গোপন অক্ষরে 
করি পাঠ আদি-অন্ত ভাষা 
শঙ্খলাগা দুপুর জেনেছে কিছু তার 
জানেনি সে, ছিলো যারে ভাষা বোঝাবার 
  
অন্তঃসলিলা : ২ 
  
চুপচাপ রাতের ভেতর বসে আছে রাত 
সেও দেখে না ফিরে 
অশান্ত নদীতীরে 
কি যতন-অনাদরে পড়ে আছে আমার বরাত 
আপনার কথামতো দুটি কবিতা পাঠালাম । 
ভালো থাকবেন । 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন