কবি জয়দেব বসু স্মরণে
অনির্বাণ চট্টোপাধ্যায়
লোকটিকে প্রায় দেখা গেছে রাস্তায়
জিগ্যেস করাতে বলেছে- লোয়ার বার্থ খুঁজছে,
এই বয়সে সহ্য হয় না বারবার ওঠানামা।
রাস্তার ধারে বেঞ্চে
বহুবার শুয়ে থাকতে দেখেছি তাকে
সহজ জীবনের খোঁজে লোকটি পাগল হয়ে ঘুরেছে।
আসলে কি খুঁজছি সেই আদিম খোঁজটি
আবিষ্কার করেছিল লোকটি
এবং জানতে পেরেছিল তাকে খুঁজে নিতে হবে-
একটি লোয়ার বার্থ
একপাশে থাকবে তার বউ
মাঝখানের ফাঁকটুকুতে খেলা করবে ছেলেমেয়ে
আর এভাবেই সে প্রতিটি স্টেশনে উপেক্ষা করে যাবে-
হকার এবং সহযাত্রীদের।
কিন্তু তার আগেই লোকটি ট্রেন থেকেই নেম গেল
হঠাৎ-
অনির্বাণ চট্টোপাধ্যায়
লোকটিকে প্রায় দেখা গেছে রাস্তায়
জিগ্যেস করাতে বলেছে- লোয়ার বার্থ খুঁজছে,
এই বয়সে সহ্য হয় না বারবার ওঠানামা।
রাস্তার ধারে বেঞ্চে
বহুবার শুয়ে থাকতে দেখেছি তাকে
সহজ জীবনের খোঁজে লোকটি পাগল হয়ে ঘুরেছে।
আসলে কি খুঁজছি সেই আদিম খোঁজটি
আবিষ্কার করেছিল লোকটি
এবং জানতে পেরেছিল তাকে খুঁজে নিতে হবে-
একটি লোয়ার বার্থ
একপাশে থাকবে তার বউ
মাঝখানের ফাঁকটুকুতে খেলা করবে ছেলেমেয়ে
আর এভাবেই সে প্রতিটি স্টেশনে উপেক্ষা করে যাবে-
হকার এবং সহযাত্রীদের।
কিন্তু তার আগেই লোকটি ট্রেন থেকেই নেম গেল
হঠাৎ-
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন