কোলাহল
দেবাশিস কোনার
চঞ্চল বৃষ্টির গন্ধে মন ভরে ওঠে খুব
তবু সেই চাতকের ডাকাডাকি কেন যে
ভেঙে দেয় জাতকের কাহিনী গুটিকয়
পলাশের গাছে মেঘ সারা দেয়
অনাদর কেড়ে নেয় নাটকের ক্লাইম্যাক্স সহসা
নদীর ওই তীর ধরে চলে খুব পাখিদের বচসা
দূরে তোর বেহালার সুর শুনি প্রতিদিন
কোলাহল কেড়ে নেয় আলাপের বাহাদুরি
দূর ভাই আজ নয় চলো যাই পাগলের গর্ভে
মোরামের রাস্তায় ইঁট পেতে সস্তায় সার্ভে
হানা দেয় মহুয়ার গন্ধ ,আবোল -তাবোলের কুশীলব
বনের ভিতর থেকে আসে ডাক শব্দের জয়ঢাক
শিশিরের চোখে ঘুম শিউলির সাদা রঙ
মিশমিশে কাল রাত বলে দেয় রোগটার বদনাম
বাঁচবে কি মরবে জানা নেই , আশা তাই
কোলাহলে প্রাণ ওঠে ভরে ভাই -----
দেবাশিস কোনার
চঞ্চল বৃষ্টির গন্ধে মন ভরে ওঠে খুব
তবু সেই চাতকের ডাকাডাকি কেন যে
ভেঙে দেয় জাতকের কাহিনী গুটিকয়
পলাশের গাছে মেঘ সারা দেয়
অনাদর কেড়ে নেয় নাটকের ক্লাইম্যাক্স সহসা
নদীর ওই তীর ধরে চলে খুব পাখিদের বচসা
দূরে তোর বেহালার সুর শুনি প্রতিদিন
কোলাহল কেড়ে নেয় আলাপের বাহাদুরি
দূর ভাই আজ নয় চলো যাই পাগলের গর্ভে
মোরামের রাস্তায় ইঁট পেতে সস্তায় সার্ভে
হানা দেয় মহুয়ার গন্ধ ,আবোল -তাবোলের কুশীলব
বনের ভিতর থেকে আসে ডাক শব্দের জয়ঢাক
শিশিরের চোখে ঘুম শিউলির সাদা রঙ
মিশমিশে কাল রাত বলে দেয় রোগটার বদনাম
বাঁচবে কি মরবে জানা নেই , আশা তাই
কোলাহলে প্রাণ ওঠে ভরে ভাই -----
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন