চাই
পাগল দেবা
তোমার কাছে আশার মানে এই নয়
তোমাকেও কাছে আসতে হবে।
আমি যাচ্ছি আমার মনের শরীরে
আমি হাটছি অগাদ বিস্ময়ে
রাতের কাছাকাছি আসি তোমার চুল আমায় বেঁধে ধরে,
চুমু খায়, দোল খায় আমার পড়া পাঞ্জাবী ধরে।
ছিড়ে যায়, যাবার জন্যে এত রাগ করো তুমি!
মাঝে মাঝে হিংসে হয় তোমার শাড়ির আচল দেখে।
হংসরাজ বসন্তে এসেছেন
তোমার কাছে আশার মানে এই নয়
তোমাকেও কাছে আসতে হবে
আমি ভাবি গৌণ কথা
তথা জীবনের ফাঁকি সময়।
আমি জানি-
পরম আদরে রাখবে আমার ছায়াটি
বাইতে বাইতে রোজ যাব তোমার ঘাটে
ঘামখানি শুকিয়ে দাড়াব পাশে।
তাই বলে, তোমার কাছে আশার মানে এই নয়
তোমাকেও কাছে আসতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন