মধুমঙ্গল বিশ্বাস
কৃষিকথা
এসো
নেমে এসো চাঁদ এইখানে কাঁদাজল লাঙলের যত্ন লেগে আছে
একদিন চূর্ণী এসে নিয়ে যাবে হয়তো বা সব
ছাদের কার্নিস ধ'রে মিনতি জানাবে সভ্যতার বীজ
আলো-ছায়া বাতাস-আগুন সবই পাবে, শুধু
পাবে না স্নেহ, বাৎসল্য আয়ুধ
ফেরারি হবার আগে এসো চাঁদ লুঙ্গি গামছা ছেঁড়া ব্লাউজের সাথে মেশো
এখানে জীবন আছে এখানে জীবন চুরি যায়
স্বর্গ-নরক এইখানে, অনন্ত ভেলিভারিঘর
এসো চাঁদ তুমি এলে একটি কাঁথার নিচে জীবন জড়াবো ...
চন্দ্রমা
ভাঙা চাল ।
মাটিতে শয্যা ।
ছেঁড়া কাঁথায় শুয়ে শুয়ে চাঁদ দেখি প্রতিরাতে
সারাদিন সূচসুতো । রঙিন সেলাই
সারাদিন অশ্রুমোচন । ছেঁড়াখোড়া । তাপ্পিমারা
যেন ছেঁড়া কাঁথাটির আনাচে কানাচে চাঁদ রুয়ে রুয়ে যায় আমাদের মা
যেন চাঁদ বাচ্চা ছেলেটির মত কলকল খলখল হেসে হেসে ওঠে
মা'র হাত
ফুটো ফুটো হয়
চাঁদ ফুটে ফুটে ওঠে
মাটির শয়ানে
মা বলে-
মানুষ মরে না
সে তো চাঁদ ভালবাসে
একদিন তাবৎ প্রক্রিয়া শেষ হ'লে ঋণ শোধ করে চাঁদ :
মা আমাদের প্রতিদিনের চাঁদ হ'য়ে ওঠে
কৃষিকথা
এসো
নেমে এসো চাঁদ এইখানে কাঁদাজল লাঙলের যত্ন লেগে আছে
একদিন চূর্ণী এসে নিয়ে যাবে হয়তো বা সব
ছাদের কার্নিস ধ'রে মিনতি জানাবে সভ্যতার বীজ
আলো-ছায়া বাতাস-আগুন সবই পাবে, শুধু
পাবে না স্নেহ, বাৎসল্য আয়ুধ
ফেরারি হবার আগে এসো চাঁদ লুঙ্গি গামছা ছেঁড়া ব্লাউজের সাথে মেশো
এখানে জীবন আছে এখানে জীবন চুরি যায়
স্বর্গ-নরক এইখানে, অনন্ত ভেলিভারিঘর
এসো চাঁদ তুমি এলে একটি কাঁথার নিচে জীবন জড়াবো ...
চন্দ্রমা
ভাঙা চাল ।
মাটিতে শয্যা ।
ছেঁড়া কাঁথায় শুয়ে শুয়ে চাঁদ দেখি প্রতিরাতে
সারাদিন সূচসুতো । রঙিন সেলাই
সারাদিন অশ্রুমোচন । ছেঁড়াখোড়া । তাপ্পিমারা
যেন ছেঁড়া কাঁথাটির আনাচে কানাচে চাঁদ রুয়ে রুয়ে যায় আমাদের মা
যেন চাঁদ বাচ্চা ছেলেটির মত কলকল খলখল হেসে হেসে ওঠে
মা'র হাত
ফুটো ফুটো হয়
চাঁদ ফুটে ফুটে ওঠে
মাটির শয়ানে
মা বলে-
মানুষ মরে না
সে তো চাঁদ ভালবাসে
একদিন তাবৎ প্রক্রিয়া শেষ হ'লে ঋণ শোধ করে চাঁদ :
মা আমাদের প্রতিদিনের চাঁদ হ'য়ে ওঠে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন