ঋষি সৌরক
(১)
দিন গড়ানো শুরু হলেই
যে যার রঙ সতর্ক গুটিয়ে নাও
অন্যমনস্কসব সংসার
বাড়তি ভাতের মত
তোমার দরোজা খোলে অন্যলোক
অনিবার্য বসন্ত ভাংগে উত্তর
কানায় কানায় মেশে একান্ত অসুখ
সহস্র উদগারের তাচ্ছিল্য
অতিস্বাভাবিক প্রশ্বাস পেরিয়ে
আমরা সেই স্বাগতমের সামনে ঠায় -
রহস্যমকুব হবে কি হবে না বড়কথা নয়
অনিশ্চয় চুরি করে পালাচ্ছে কালোবেড়াল
(২)
স্তন্যপায়ী বলে ওরা পাঁচিল টপকে যায়
পাশের বাড়ির লোভে
সেখানে ছড়ানো-ছেটানো কাঁচ
তদন্তের চিড়িয়া তখনো বুলি শেখেনি
অবাধে বাড়ছে মৃতের হাতে নখ
খুনে সুগন্ধ আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে
খাবার হোক বা ঠোঁটপালিশ
রক্তে আমার ভুবনভোলানো নেশা
কিছুতেই কাটছে না বিগত প্রেমের জের
পালানোর সব ছিদ্র এখন বন্ধ
একপশলা আগুন খুঁজছি
মহানগরীর বুকে
(১)
দিন গড়ানো শুরু হলেই
যে যার রঙ সতর্ক গুটিয়ে নাও
অন্যমনস্কসব সংসার
বাড়তি ভাতের মত
তোমার দরোজা খোলে অন্যলোক
অনিবার্য বসন্ত ভাংগে উত্তর
কানায় কানায় মেশে একান্ত অসুখ
সহস্র উদগারের তাচ্ছিল্য
অতিস্বাভাবিক প্রশ্বাস পেরিয়ে
আমরা সেই স্বাগতমের সামনে ঠায় -
রহস্যমকুব হবে কি হবে না বড়কথা নয়
অনিশ্চয় চুরি করে পালাচ্ছে কালোবেড়াল
(২)
স্তন্যপায়ী বলে ওরা পাঁচিল টপকে যায়
পাশের বাড়ির লোভে
সেখানে ছড়ানো-ছেটানো কাঁচ
তদন্তের চিড়িয়া তখনো বুলি শেখেনি
অবাধে বাড়ছে মৃতের হাতে নখ
খুনে সুগন্ধ আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে
খাবার হোক বা ঠোঁটপালিশ
রক্তে আমার ভুবনভোলানো নেশা
কিছুতেই কাটছে না বিগত প্রেমের জের
পালানোর সব ছিদ্র এখন বন্ধ
একপশলা আগুন খুঁজছি
মহানগরীর বুকে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন