শিরোনামহীন
সুবীর সরকার
৫।
কমা ও ফুলস্টপ এমন বিরতিহীন দিনে
হাইফেনের দু’পাশে একটানা
জনাদেশ
পাঁক ঘেটে আনা কইমাগুর
যাচ্ছি নিকড়দীঘি।
আড়ালে লোক হাসানো
অপেরা
৬।
তোর অসুখ না থাকলে গান
গোড়ালির ব্যথায় হাঁটতে পারি
না
প্রচুর ঘাস হবে নদীখাতে
হলুদবর্ণ দিনকাল
শালিক হারাচ্ছে শোলকচুর
ভুঁই
৭।
প্রায় শেষ হচ্ছে শীতকাল
কুয়াশা নেই,চালতাছায়ায়
উরুতে ঘাঁ নিয়েই হেঁটে
আসে
কাঁকড়া,কাছিম ও
বনবিড়াল
৮।
ভাঙন ও ভুমিক্ষয়
মাঝখানে হিলি সীমান্ত
মরচেধরা রেললাইন
হেডলাইটের আলোয়
দেখি মিঠু ও
লালনভাই
#
টুপি নেমে আসে কপালে
৯।
বাঘ ডাকের দেশে আগুন জ্বলে
কষ্ট দিতে শুরু করলি আবার
কিনার কিনার হাঁটি
নতুন করে জেগে ওঠা শোক
হাত বন্দুক।পাখি পুড়িয়ে
খাওয়া
১০।
গভীর ফাটল থেকে উঠে আসা
বন্ধু তুই।অনতিদূরেই মোলান
বাজার।হেলথসেন্টার।দুপুরআলোয়
তুলি কাশফুলের ছবি।তবে তো
পালাতে হবে হাসপাতাল থেকে!
বিষয় খুঁজছি।আর তোর হাতে
নরম
পালক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন