বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৪

কবিতা - রাজর্ষি মজুমদার


বিভিন্ন
রাজর্ষি মজুমদার



.
ভাগ্যিস আমার কয়েকটা মোমবাতি ছিল
লোডশেডিং ছাড়াও এমনিই বিভিন্ন কাজে দরকার হয়।

বিশেষত আমরা যখন আলোর সাথে গল্প করি।

.
মাঝে মাঝেই বিছানার চাদর কাচতে ভয় লাগে; যেন গতরাতের কবিতা গুলোও ওর সাথে ধুয়ে মুছে যেতে পারে।

.
আমি প্রথম স্তবকের দ্বিতীয় লাইন লেখার মাঝের সময়টুকুতে একটি টিকটিকি ওপাশের দেওয়ালে দেখেছিলাম।

এতক্ষণে সেটা নিশ্চয়ই কবিতা হয়ে গেছে।

.
কবিতা প্রসঙ্গে বলা ভাল
আমি ইদানীং আষিকের কবিতা পড়ছি।
যারা ওর কবিতা পড়েননি এটা তাদের উদ্দেশ্যে একটা বিজ্ঞাপন হতে পারে।
কিন্তু এটা কবিতা, ব্যাপারেও অনেকে সহমত হবেন।

.
এর বেশি কথা বললে...
দূরের ট্রেন যাওয়ার ঝমঝমটা অস্পষ্ট হয়ে যাবে।
প্রতিদিন ঘুমের আগে যেটা আমায় একবার শুনতেই হয় 

1 টি মন্তব্য: