ব্যারিকেড
এইতো রাত্রি পুড়িয়েছি কাল
অসহনীয় বিক্ষোভের পর ভেঙ্গেছি বৈপরীত্যের এজলাস
বোতামের ভুল ঘরে সনাতন বন্দি বলে
ছিঁড়ে ছিঁড়ে দিতে চেয়েছি অচ্ছুৎ পলিথিনের অলিগলি ।
যেখানে বোধের লিকলিকে হাড়ে দধীচির ঘায় চমকে উঠি নির্বাক
মোমবাতির মুখ জ্বলে - জ্বলে যায় নিঃসঙ্গ চাঁদ ।
তুই কি দেখিস না কিছুই ! শুকনো ঠোঁট ?
এই শহর জানে ভেসে যাওয়া নির্মাণ
কিভাবে ইমারত গড়ে কিভাবে তোর আঁচল তরঙ্গে
ডুবে সর্ব অবসর দিন ।
অথচ চোখের গ্লাসে পার হয়ে যায় কেলেন্ডার
যেখানে আটকে রেখেছিস গুটিপোকা থেকে প্রজাপতির পথ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন