প্রশ্ন
তোমার হাতের স্পর্শে রয়েছে আগুন
চোখ তুললেই সেখানে মেঘের ভিড়...
উড়ো উড়ো সব ভাবনারা এলোমেলো
পল অনুপল শান্ত এবং স্থির....
এটা কি ঝড়ের আগাম ঘোষণা, নাকি
সমরাঙ্গনে সামনেই প্রতিদ্বন্দ্বী
তাই যদি ভাবো, ডাকছি তোমায়, এসো
আজকেই তবে আয়োজন করি সন্ধির....
তুমি যদি চাও পেতে পারো তবে
এই বৈশাখে একমুঠো তাজা ফল্গু
মেঘ সরলেও ভয় থেকে যায় জানি
ও চোখেই জ্বলছে সর্বনাশের অগ্নি
মন তো পুড়েছে অনেক আগেই সত্যি
সেখানে জ্বলছে জীবনের জিজ্ঞাসা
যে শুধু পোড়ায় নিজেকে নিজের আগুনে
তাকেই কি তুমি নাম দাও "ভালোবাসা"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন