উৎসবের উৎসব
দেবায়ন ভট্টাচার্য
মাঠে হাজার হাজার লোক খেলা দেখছে । বল
বাইরে যাচ্ছে ওপর দিয়ে
এই সুযোগে সবাই আকাশ দেখছে , মেঘ দেখছে ,
রোদ দেখছে...
বল মাঠ পেরিয়ে পাশের জলাটায় , কয়েকটা মাছ ছিটকে লাফাচ্ছে
অনেক্ষন টোপ খায় নি, এবার যারা খুশি হয়ে
বল খুঁজছে
মাছ ধরার বল নিয়ে অনেক রাজনীতি ...
জলের ওপর ভেসে থাকার তত্ত্ব নিয়ে মাছ
ধরবেন,কেউ রঙ দিয়ে ধরবেন...
শ্যওলায় জল যেমনটি তেমনটি হলে অন্য কেউ
ধরবেন...
জলার পাঁক কেটে কেউ ঢেউ তুলছে, বিশ্রী
গন্ধ। এই গন্ধ নিয়ে কেউ ভাবছেন না
আরও কিছু মাছ ছিটকে আসছে, মাছেরা এইভাবেই
আসে বলছেন রুমাল চেপে
মাঠের ওদিকে হাজার লোক হাজার পোশাক উৎসব
সাজাচ্ছে । খুশি হয়ে চুমু খাচ্ছেন
এই চুমুতে ঠোঁট মেশাচ্ছে মাঠ। রাস্তায়
ব্যনার বসছে মাছ ধরার ...
সবাই লাফাচ্ছে, দুহাত তুলে এরা যারা
ধর্মগুরু জলায় ,মাঠে নাম ছড়াচ্ছেন
লুফে নিচ্ছেন সবাই শান্তির বানী, মাছের
লোকেরা যাচ্ছেন মাঠের উৎসব চিনতে
মাঠের লোকেরা জলায় । বল খানিকটা স্ফীত
হচ্ছে,বল খানিকটা বেড়ে উঠছে ।
আরও ভাসতে ভাসতে বল এগিয়ে যাচ্ছে সামনের দিকে পাঁক কেটে
আরও বিশ্রী গন্ধ আসছে। উৎসবের উদ্বাহু
নৃত্যেরা উৎসব জোটাচ্ছে
আরও একবার বল বাইরে ,আরও একবার
মাথার ওপর দিয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন