শুক্রবার, ১৬ মে, ২০১৪

লুপ্ত যত উপ্ত কথা - সৌমিত্র চক্রবর্তী

লুপ্ত যত উপ্ত কথা
সৌমিত্র চক্রবর্তী

হাতদুটো হাতে রাখলে কালবৈশাখী
থমকে গিয়ে হাততালি পূর্ণ হয়
ষাঁড়াষাঁড়ির বাণ ডাকে
ঠা ঠা রোদ্দুরেও মাটি কনসিভ করলে
লুকিয়ে বাড়তে থাকে বীজতলা
মাটির নিচে ভরন্ত মাস
হাওয়া কেটে শাঁইশাঁই উড়ে গেলে
পেছনে পড়ে থাকে আবর্জনা ছাই অবশেষ
ছিমছাম দিগন্ত হাসে
লাল নীল সবুজের কল্পমানুষ
হাতুড়ি ছেনির ছেনাল টানে টানে
বাদামি সত্যি মানুষ হয়

  


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন