শুক্রবার, ১৬ মে, ২০১৪

আদরাত্মক - সহেলী রায়

আদরাত্মক
সহেলী রায়

কপালের লেপটে থাকা সূর্যটুকুও গিলতে চায় ছায়াশরীর
পালতোলা হলুদ শাড়ি ঘাঁটতে ঘাঁটতে
শব্দ খোঁজ, অজুহাত খোঁজ, জন্মবৃত্তান্ত খোঁজ
পেয়ে যাবে আদরের সংজ্ঞা
পঞ্চম খেলছে নাভিমূল
ছায়াশরীর অনুভূতির বিলাসিতা ভেঙে
পেরচ্ছে একের পর এক কাঠামোগত মালঞ্চের গন্ধ
উরঙ্গম হাঁটছে নদী হওয়া পাঁচিলে
একচুল এপাশ, ওপাশ

শ্বেতপদ্ম টেনে নেবে উরজের গভীর জলে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন