শুক্রবার, ১৬ মে, ২০১৪

হৃদয় অবাধ্য - বৈশালী মল্লিক

হৃদয় অবাধ্য
বৈশালী মল্লিক

আমি হৃদয় অবাধ্য মেয়ে
না ফোটা ফুলেদের সাথে কথা বলি মনে মনে
নীল বিষাদ ছুঁয়েও গোলাপ ফোটাতে পারি,
আমি হৃদয় অবাধ্য মেয়ে।
সীমাহীন দ্বেষকে এক জাপটায় ভালোবাসায় টেনে এনে দেখিয়েছি
দ্বেষ ভালোবাসার অন্য রূপ,
আর চোখে তাকানো প্রেম কে বলেছি
যাও পাখি যাও,
বসন্তে বর্ষার রূপ দেখি,
এমনই হৃদয় অবাধ্য মেয়ে আমি।
আগুনে ঝাঁপ দিয়েছি পতঙ্গের মতো বহুবার
নিঃশ্বাসের বদলে প্রশ্বাস কে বেশী ভালোবেসেছি!
কেন জানো?
আমি যে হৃদয় অবাধ্য।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন