শুক্রবার, ১৬ মে, ২০১৪

পুড়তে পুড়তে তোমার সাথে - মাহমুদ টোকন

পুড়তে পুড়তে তোমার সাথে
মাহমুদ টোকন

সূর্য্য দিয়ে পুড়িয়ে হাড়মাস। জেগেছে আগুন? পরিধি দাহ্য সীমা।
ঋতু বদলের শরীরে ছদ্মবেশ; শহর জুড়ে অঙ্ক ক্লাসে ছাতা।

জীর্ণ গোলক জারুল মোদ্দা কথা
সন্যাসী বক, সেও তো আগুন চেনে। মধ্য পথে সাপ অভিশাপ মতো
দীর্ঘমেয়াদ স্বাগত সঙ্গোপনে।

পেরিয়ে যাওয়া সুবর্ণগ্রাম ইস্কুল
বাঁক, সাইকেল মুর্চ্ছনা মুখোমুখি। বজ্র, পুড়ছে ব্ল্যাক হোল ব্ল্যাক হোল
এক বাঁকা চোখ অযুত সূর্যমুখী...

মৃত শহরের নৃ-বিদ্যানিকেতন
অক্ষরে আর বাক্য বিনাশ্রমে। না বলা সকল বাইসাইকেল জানে
ঘাসফুল আর সর্ষেখেত আশ্রমে।

পুড়তে পুড়তে কয়লা কংকাল।
জেব্রা ক্রসিং, শহরের ল্যাম্পপোস্ট দুর্গ দখিন মিছিলে আগুন স্রোত
সূর্যমুখী, তুমিও কি তবে ঘোস্ট?

শ্রেণীটি হলুদ, খচিত তাম্রলিপি
বন্ধ কপাট খানিকটা নির্যাস। উঁকি জীবন বন্ধক ছায়াপথ
থাকুকগে যার বসন্ত বারোমাস সময়াকীর্ণ সন্দেহ প্রবণতা
পুড়ছে রঙীন পুড়ছে ভাগ্যরেখা। পদার্থ আর গণিত বিড়ম্বনা
অন্ধ দুচোখ থাক না হীরক দেখা।

পুড়তে পুড়তে ভূগোল কি ইতিহাস
মাকে খোলা চিঠি, বংশ পরম্পরা। শেকড় জুড়ে জটিলতা লেলিহান
পুড়তে পুড়তে আরেক ঈশ্বর গড়া।

গড়তে গড়তে স্মৃতি রেখা লজ্জিত
ফুটতে ঝরতে তথাপী সূর্যমুখী; বলবো কুহক, আগুনের ইতিকথা
পুড়তে পুড়তে দেখা হলে সাক্ষাতে...



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন