সোমবার, ১৬ জুন, ২০১৪

কবিতা - সুদীপ বিশ্বাস

কিশোরী ও ছাতিম গাছ




লেলিহান দাবাগ্নির মতো গ্রাস করছে আমায়
ধ্বংসমান নদীপাড় আমাকে ছেড়ে যাচ্ছে দ্রুত
চতুর্দিকে ছড়ানো পেটিকোট, আমি সুস্থিত দেখেছি
অরণ্য অন্ধকারে তরল মুদ্রার মতো তোমার শরীর
ছাতিমগাছ, এক অদ্ভুত মায়াময় ঘ্রান
পল্লবিত হৃদয় মনন, মাটিতে শিকড়ে
কঠিন বিপর্যয়। অলংঘ্য সেই খেলা –
উপমাহীন নিরাভরণের কাছে নিভৃত ছাতিমগাছ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন