সোমবার, ১৬ জুন, ২০১৪

দুটি কবিতা - রাজীব চৌধুরী

চুম্বন সংহিতা






একবার চুমু খেলে

আমি জড়ো করতে পারি একশো এক নীলপদ্ম

কবিতার জ্বলাঞ্জলীতে লালচে কাচের মেঘদল







একটি বার চুমু খেতে দাও যদি

আমি ভাসিয়ে দিতে পারি নীলনদ

পাখালির বুকে সোনা বুদবুদ

রংধনুর আটটি নীল রঙ





শুধু একটিবার চুমু খাবে বললেই

আমি সফেদ সাদা রঙ মেখে চিরস্থায়ী বন্দোবস্ত করে দেব ধ্রুবতারার ছায়াপথ

সোনালী চিলের ডানায় গড়তে পারি নতুন একটি পৃথিবী

সোনামেঘ





শুধু একটি বার চুমু খেলেই . . . .






বান্ধব


আমি আছি সেই আগের মত

যেমন ছিলাম আকাশের বুকে ছড়ি ফেলে

তারাদের পথে করে দেয়া বৃদ্ধের মত

আমি আছি

আমি আছি সেই বহুদুর হেটে এসে ক্লান্ত বন্দরে

জল ঠিকড়ে পড়া নাবিকের বেশে

আমি আছি

আমি আছি যেমন সোনানী ডানার চিলের দল

উড়ে এসে পাশে বসে সংগমহীন প্রেম মজে থাকে চিলানী প্রান্তরে

আমি তেমনই আছি

তোমার পাশে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন