সোমবার, ১৬ জুন, ২০১৪

দুটি কবিতা - ইন্দ্রনীল চক্রবর্তী

অরাজক প্রজাপতি





তুমি  কি করে জানবে বল;

অনেক  কিছুই তো জানোনা --

পাহাড়, নদী, গাছ সবাইকে ছুয়ে অদৃশ্য লক্ষণ রেখা

হঠাথ  করে জেগে ওঠে নিমেষে

বলে, 'ওপারে রাবণ রাজ্য

কিম্বা রঘুপতি '







তুমি দেখছ চাঁদ, ফুল গন্ধ ,

মধুমাস সবই এক রেখেছে

অথচ জানায়নি বইয়ে 

হাতে কাটা দাগ কেমন করে উঠে আসে মায়ের শরীরে

তাই তো আজ মুখ থুবড়ে  তুমি

অরাজক প্রজাপতি  







প্রস্থান



আমি গাছের রং চিনিনা,

                          না বাতাসের

অনুমতি ছিল তোমার, আর

থম হয়ে যাওয়া অন্ধকারের

একটু পিছন ফিরে দেখি

'বৃত্তের রামধনুর ' শেষের শুরু বেগুনীতে

স্মৃতি চিহ্ন  নির্দেশ করে

                         প্রস্থান পথের

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন