ক্রুশকাঠ
সরে
যাচ্ছে আবরণ, অলংকারহীন কি
যেন কি অবয়ব
খড়বিচালির গন্ধ ভেঙে একেকটা নদী
লোককথার ভাঁজে
ভাঁজে সন্তর্পণ মাটি
বিছানো
অস্তের
দিকে অস্পর্শ জ্বলে
ওঠা
কাঠামোর
আদরে প্রলেপ, আলপনা
চক্ষুদান পর্বটুকু
বাকি আর সেরকম
করেই সঞ্চারী গড়িয়ে
আসতে গিয়ে
অন্তরায়
থেমে, স্থায়ী
কিছু নেই বলে
লালকালোনীলসাদা ডোরাকাটা
লাঠির আদল এতখানি
ঝুঁকে হাত ধরে
অসূয়াপ্রবন ছাদ
হেঁটে মেঝে জুড়ে, পাশাপাশি
নিজস্ব
ক্রুশকাঠে, পেরেকচিহ্নে --
নতজানু
হবার অজুহাত
বর্ষাকালের গল্পে ছত্রাকপ্রবন
দিন
নিজেকেই
বয়ে বয়ে এতদূর এনে ফেলে, আহা
কি আমোদ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন