সোমবার, ১৬ জুন, ২০১৪

দুটি কবিতা -আকাশলীনা


 বড়দের রূপকথা




মাঝরাতে হেঁটে যায় পরী

বেওয়ারিশ ফুটপাথে

জোনাকিরা আলো

নিভিয়ে ঘুম- পাড়ানি শোনায়

ভিখিরি রা কান পেতে শোনে

ঝিঁঝিঁর ডাক,

শেষ রাতে লাল হয়ে ফিরে আসে পরী,

অন্ধকার গলির বুকে, হেসে ওঠে পিশাচ!!

 


কালবেলা





সে মোহিনী আলোয়

আমি চাঁদ কে উন্মুক্ত করেছিলাম

ছুঁয়েছিলাম এক হরিণীর নাভি

আবরণ খসে পড়েছিল গাছেদের!

আমি হলুদ পাতাগুলোতে শূন্যতা এঁকেছিলাম

সবুজ পাতায় যৌবন রঙ!

একই বৃত্তে ঘুরেছিল পৄথিবী

আমি কালবেলার পথিক

সিঁড়ির ধাপে- ধাপে আমার

সাথে মিলিত হয় সময়

আমি উজ্জ্বল হয়ে উঠি,


আমি উজ্জ্বলতম হতে চাই!!

1 টি মন্তব্য: