চঙ 
ডুয়েল পার্সোনালিটির একটা
ছবি দেখেছিলাম সাউথে 
কিছুদিন আগে, আজ আর একটা।
তরুণ ফারহান 
অভিনয়ও করেছেন চমৎকার। গল্পটা একটু 
আনিউস্যাল বলে আজ রাত্রি
বেলা 
অদিকেই ঘুরে গেল চঙ। 
আর যত বিগত সিক্যুয়েন্সগুলি
হাওয়া হয়ে গেল। 
রাত জাগা, নষ্ট ছবি, লোভ,
কভি হাউসের স্মৃতি, নিboos 
অফিস...
সব কিছু । 
আর
মনে হোল অলটার ইগোর চক্করে এত কাণ্ড হলো
ছবিটিতে
অথচ মাল্টিপল পার্সোনালিটি নিয়ে আমরা কেমন 
সোন্দর
সব বেঁচেবর্তে আছি যত,  হিপোক্রিট সব। মনে 
হলো
তাই তো সত্যি দিয়ে কি কোনও ছবি হয়, ধুশ...  
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন