করাতকল
করাত চালিয়ে তছনছ করাতকল
সহজেই রাজি হয়ে যাই
হো হো হাসি স্তব্ধতা ভাঙলেই
আয়ু ও শখ মুখ
ঘুরিয়ে
কাহিনি
বাবার চশমা, সোনার ফ্রেম
‘যৌবনে টেনিস খেলতেন’
বাধ্য হয়েই সাইকেল চালাবে
শিম্পাঞ্জী
পরিহাসের প্রতিশব্দ ঠাট্টা
কাহিনিটি শুনি আর তাকিয়ে
থাকি
লণ্ঠন
দূরত্ব ও হুইসল নিয়ে বাজি ধরতেই
পারো
হতাশা প্রকট।
ঘাসের মাদুর।লণ্ঠন।
আপাতত জমিয়ে
বসছি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন