সায়াহ্ন
মনীষা মুখোপাধ্যায়
হেমন্ত কি ঘুরে গেছে সাড়া না পেয়ে ?
আঙুলে আঙুলে দ্বন্দ্ব রেখে তোমরা
তখন বুঝি ঘুরে বেড়াচ্ছিলে নাগরিক জঙ্গলে ?
একবার তবে চিঠি দিও তাকে,
বসন্তের আগে কি আরও একবার আসতে পারবে সে ?
রোদ পড়া জলপাই অরণ্যের পাড়ে
না হয় দেখা করব আমরা ।
আসলে কি জানো, মন বড় আলতো জাগে ।
তার কাছে নিজেকে জাগাও ।
ততদূরই বাঁচো, যতদূর মন থাকে -
লালন-লালন।
মনীষা মুখোপাধ্যায়
হেমন্ত কি ঘুরে গেছে সাড়া না পেয়ে ?
আঙুলে আঙুলে দ্বন্দ্ব রেখে তোমরা
তখন বুঝি ঘুরে বেড়াচ্ছিলে নাগরিক জঙ্গলে ?
একবার তবে চিঠি দিও তাকে,
বসন্তের আগে কি আরও একবার আসতে পারবে সে ?
রোদ পড়া জলপাই অরণ্যের পাড়ে
না হয় দেখা করব আমরা ।
আসলে কি জানো, মন বড় আলতো জাগে ।
তার কাছে নিজেকে জাগাও ।
ততদূরই বাঁচো, যতদূর মন থাকে -
লালন-লালন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন