সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪

কবিতা - রাজর্ষি চট্টোপাধ্যায়



এমন দিনে তারে বলা যায়
রাজর্ষি  চট্টোপাধ্যায়

এই জল      ছবি হয়ে আসে
একটা বনে যাওয়ার ডাক ওঠে
একটা ঘামবাষ্প চাঁদকে ঢেকে দেয়
আমাদের তাঁবুগুলো ভিজে যায়
এমনই অকারণ
এমনই তাকে বলা যায়
বাদল দিনের থেকে কিছু চাওয়া
বাকি রয়ে গেল
গহনার ফুল
সারারাত দু হাতে সরাতে সরাতে
তোমার ভারী মুখ আলো হয়ে এলো
করেছ দান গেয়ে উঠলে তুমি
করুণার থেকেও বড় বাজল
সেই ঘনঘোর
আঙ্গিনা পেরিয়ে এসে
দাঁড়ালে হে প্রিয় আমার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন