স্মৃতি-বিস্মৃতি
সপ্তাশ্ব ভৌমিক
সপ্তাশ্ব ভৌমিক
খুব
ধীরে পার হল সকালের সিঁড়ি
পায়ে
পেষা মুথা ঘাস খুঁজে চলে মানে
অলীক
ব্যথার বিষ মিশে আছে গানে
হাহাকারে
এত রূপ, আহা মরিমরি
ভাষা
তার নীরবতা, বোঝে না কিশোরী
নির্বিকার
হেঁটে গেল একা আনমনে
সেই
থেকে বোকা ঘাস গুনগুন গানে
ক্রমাগত
খুঁজে চলে শেষ দেখা পরী
পরী
নেই এই দেশে, আছে তার গান
তার
শুধু স্মৃতি আছে, নেই অভিমান
মুথা
ঘাস জেগে থাকে একা ফাঁকা মাঠে
দিন
আসে রাত যায় নিথর সময়
হয়তো
কিশোরী আজ গোধূলির ঘাটে
বুকের
ভেতরে তবু অবিরাম ক্ষয়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন