মৌসুমী রায় ঘোষ
পাড় ভাঙা গান
মনে আছে? আনেকদিন আগে পুরোনো
শহরের এক নদীর ভেঙে পড়া বাঁধানো
ঘাটে আমরা বসেছিলাম| সময়টা ছিল
বিকেল । নদীর জলে সূর্যের রাঙা আলোর
প্রতিফলন দেখতে দেখতে আমরা গল্প
করছিলাম । একটা নতুন জীবন শুরু করার ।
দূর থেকে ভেসে আসছিলো ক্যাথলিক গীর্জার
ঘন্টা ধ্বনি| কত আলোচনা, স্বপ্ন দেখা,
ভবিষ্যত্ পরিকল্পনা । কথায় মশগুল আমরা
বলতে বলতে কখনও হঠাত্ চুপ করে যেতাম ।
কোন কথা নেই শুধু নদীর ঢেউয়ের ছলাত্-ছল,
আর মাঝে মাঝে পাড় ভেঙে পড়ত । শিহরিত
হতাম আমরা এই ভাঙনের শব্দে| মনে হতো
সেই অনিবার্য আন্ত ঘনিয়ে এলো বুঝি ।
পদ্মের ফুটে ওঠার অপেক্ষায়
আয়নার সামনে দাঁড়াতে পারে না বিবেক ।
কোনো কৈফিয়ত্ মনে আসে না আর ।
রাত্রি যাপনের চরম ব্যাভিচার গুলির
কোনো জুতসই কারণ দেখাতে পারে না ।
অন্ধকারে উড়তে থাকা জোনাকির মত
এলোমেলো উত্তর হাতড়াতে থাকে । তুলসী
তলার সন্ধ্যা পুজোর শাঁখের ফুঁ ধেয়ে আসা
সর্বনাশ ফুত্কারে উড়িয়ে দিতে অক্ষম ।
পাঁকে আটকানো চরিত্রের পদ্ম ফুল হয়ে ফুটে
উঠার অপেক্ষায় কেটে যায় আরও কয়েক যুগ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন