সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪

কবিতা - তন্ময় ভট্টাচার্য



সবই তো জানো...
তন্ময় ভট্টাচার্য

চারদিক যখন খুব গভীর হয়ে ওঠে
পাখার আওয়াজটা তুচ্ছ নজর কাড়তে চাইলেও
এক ধমকে থামিয়ে দেয় ইঞ্জিনের হুইসল

ভ্যাপসা জেগে থাকায় ঘাঁটি গাড়ে
বিন্দু-বিন্দু ঘাম

পাশবালিশের মতো চিটচিটে হয়ে উঠতে থাকে
সমস্ত পিঠ
শরীর
হাতের তালু

নাইটগার্ডের পেছন-পেছন ঘোরা কুকুরের নখও
রহস্য নিয়ে আসে
আর আমি নখে নখ ঘষতে থাকি একটু ফুলকির আশায়

তখনও কি বেকারত্ব ভুলে থাকতে ইচ্ছে হয় না?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন