সবই তো
জানো...
তন্ময়
ভট্টাচার্য
চারদিক
যখন খুব গভীর হয়ে ওঠে 
পাখার
আওয়াজটা তুচ্ছ নজর কাড়তে চাইলেও 
এক
ধমকে থামিয়ে দেয় ইঞ্জিনের হুইসল 
ভ্যাপসা
জেগে থাকায় ঘাঁটি গাড়ে 
বিন্দু-বিন্দু
ঘাম 
পাশবালিশের
মতো চিটচিটে হয়ে উঠতে থাকে 
সমস্ত
পিঠ 
শরীর 
হাতের
তালু 
নাইটগার্ডের
পেছন-পেছন ঘোরা কুকুরের নখও 
রহস্য
নিয়ে আসে 
আর আমি
নখে নখ ঘষতে থাকি একটু ফুলকির আশায় 
তখনও
কি বেকারত্ব ভুলে থাকতে ইচ্ছে হয় না?






0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন