সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪

গুচ্ছ কবিতা - সঞ্জয় ঋষি



সঞ্জয় ঋষিগুচ্ছ কবিতা



এক.
নাকছবি রোদ্দুর নাকে পড়ে
হেঁটে আসছে লেডিবার্ড সাইকেল...

মানুষের ছায়া রাস্তা মুখস্হ করে...


দুই.
তোমাকে এঁকে যাব সারা বছর
নাক,চোখ...
চুলের রিবন রঙ করব
বিদায় নেবার সময়


তিন.
প্রতিটি জীবের সাথে একতারার সম্পর্ক আছে
তবু সকলে বাউল হতে পারে না


চার.
আমার কোন স্হায়ী ঠিকানা নেই
ঠিকানা হূদয়ে হূদয়ে ঘুরে বেড়াচ্ছে...


পাঁচ.
নিমন্ত্রন বাড়ি থেকে সকলে চলে গেছে
তুমিও চলে গেলে একটি উজ্জ্বল তারা নিয়ে