নাগরিক
আবু
জাঈদ
নগরীর এক প্রান্তে খাদ্য কিন্তু
ক্ষুধা নেই, 
অন্য প্রান্তে ক্ষুধার মহাসমাবেশ, খাদ্য নেই, 
তোমাদের  যুক্তি আছে, যার বাস্তবতা নেই, 
আমাদের আছে বাস্তবতা, যার যুক্তিই নেই !
আমি বলছি- 
উদোরপিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে
দাও রাজ্য পরিষদ 
চরিত্রের সাত রঙ এক করে বানাও
অনিরুদ্ধ রামধনু 
পালটে দাও নির্লজ্জ সংবিধানের
                          বেহায়া গতিপথ।






0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন