সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪

কবিতা - সুমিতরঞ্জন দাস

আপোষ


সুমিতরঞ্জন দাস


সন্ধ্যে গড়িয়ে রাত নামে, জোৎস্নার ছোঁয়া শরীরে, পেলব
চন্দ্রাতপে উছলে ওঠে প্রেম -
হামাগুড়িদিনে ফিরে যেতে যায়, বেদনায়।

আফশোষটা আবার ঘিরে ধরে চারিপাশ
আমার ভিতর বাহিরে !

কাল সকালে -
      এ নিয়ে কোন আক্ষেপ রাখতে চাই না;
বরং রাতটা কাটাতে চাই নিজেকে বিলিয়ে
বেঁচে থাকুক আরও একটা জীবন।

যদিও জানি কাল ভোরে বিছানায় পড়ে থাকবে
একরাশ ঝোড়ো হাওয়ার রাত্রিবাসের চিহ্ন।