সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪

মুক্তধারা - ইন্দ্রজিৎ মাজি



মুক্তধারা
ইন্দ্রজিৎ মাজি 

মুক্তধারা একটি সম্মিলিত মানবিক প্রচেষ্টার নামমুক্তধারা সেদিনই বোধহয় দানা বেঁধেছিল,যেদিন আমার শিক্ষা বিস্তারকে অর্থাভাব তরবারির মত বিভক্ত করেছিলমুক্তধারা চেষ্টা করে কুসংস্কার ও নৈরাজ্যের আঁধারে শিক্ষার ও সংস্কারের আলো জ্বালাতেপ্রত্যন্ত গ্রামে অর্থাভাবে,কুসংস্কারের প্রভাবে অনুষ্ঠিত হয় সাড়ম্বরে বাল্যবিবাহ ও শিশুশ্রমআর্থিক দূরাবস্থায় জর্জরিত,কূসংস্কারাছন্ন বাধ্য পিতারা বলি দেয় সন্তান'দের,ছেল'দের বারো-চোদ্দ বছর বয়সেই পাঠানো হয় ভিনরাজ্যে কিংবা চায়ের দোকানে টাকা তৈরীর কল হিসেবে,তারফলে মাসে দু-পাঁচ হাজার টাকা বাড়ি ঢোকে সাথে সাথে ঝরে যায় শিক্ষা স্বপ্নের কুঁড়ি কন্যাদায়গ্রস্ত পিতা আর্থিক যন্ত্রনায় পীড়িত হয়ে এবং সামাজিক হায়না'দের ভয়ে ভীত হয়ে একপ্রকার টেনে নিয়ে যায় বছর চোদ্দ পনেরোর সদ্য কিশোরীকে ছাতনাতলায় অপেক্ষারত ত্রিশ বত্রিশ বছরের পাত্রের সামনে ফল স্বরূপ পিতা কন্যাদায় থেকে মুক্তি পেলেন কিন্তু আগামীর আকাশে উল্কা হয়ে গেল মেয়েটি
মুক্তধারার লড়াই এই ঘৃণিত শিশুশ্রম ও বাল্যবিবাহের প্রতিজড় বুদ্ধি সম্পন্ন,রোগাগ্রস্ত,দুঃস্থ ছাত্রছাত্রী'দের বই খাতা  দিয়ে,তাদের পাশে থেকে তাদের পথ পদর্শক হয়ে সাহায্য করেদুঃস্থদের অশিক্ষা,কুসংস্কার এবং ভয়ানক ব্যাধির দাবানল থেকে বাঁচানোর চেষ্টা করেশিক্ষা বিমুখ এবং সংস্কার বিমুখ মানুষকে মূলপথের আলোতে ফিরিয়ে আনার চেষ্টা করে মুক্তধারামুক্তধারার নূন্যতম পরিকাঠামো নেই,নেই মান্যতা,নেই স্থির নির্ভরযোগ্য আর্থিক সহযোগীতা,নেই জনবলও,এককথায় মুক্তধারা নেই রাজ্যের একটি সামান্য অংশআমারা ধর্মের নামে হাজার হাজার প্রণামী দিই,শিব পূজার নামে নর্দমাকে বানিয়ে ফেলি অপচয়ের দুধগঙ্গা,অকারণ বিলাস যাপনে উড়িয়ে দিই খরচার সাদা পায়রা;অথচ আমাদের চারপাশে রোজ ভিড় বাড়ে অশিক্ষিত দরিদ্র'দের,সমাজের একাংশকে গ্রাস করতে থাকে অপুষ্টি ও রোগের দাবানলআমরা যদি একটু মানবিক হয়ে উঠি, যদি সবাই মুক্তধারার প্রচেষ্টায় মিলিয়ে দেই আমাদের একটু সামান্য চেষ্টা তবে হয়ত শত মলিন মুখে ফুটবে হাসি,শতছিন্ন বসনে পড়বে একটা তাপ্পি,শিক্ষা ও সুস্থতার অমৃত বারি বর্ষণে সিক্ত ভ্রুণ অঙ্কুরিত হয়ে উঠবে,আঁধারের মানুষ খুঁজে পাবে আলোর সন্ধান

 মুক্তধারা একটি সঠিক মানবিক পদক্ষেপআসুন না আমরা সবাই সামিল হয়ে হাঁটি মুক্তধারার সাথে