উদ্ভাসের মত জ্বলে আছে
সাজ্জাদ সাঈফ
সাজ্জাদ সাঈফ
ঋজু নই, আছে কাঁটার পত্রালি, মানুষের অভিমানে বসে আছে মেঘলা শরত-
বটফল চিড়ে অনিদ্রা উদ্ধার করে নির্লোম কাঠবিড়ালী, প্রতিবিধানের দিকে ঝুলে আছে লেজ তার মর্ত্যে বিতৃষ্ণা, গভীর নলকূপ থেকে অনবরত কাদা আর সাথে পাথর জাতীয় নিভৃত শিলা ভ্রমণ সম্পন্নের লাভা সহ বেরিয়ে আসে, কিছু না ভেবেই তবে হতবুদ্ধির কাছে সারাদিন লাবণ্য ঝরিয়ে যাব
অনেক অভূত গ্রাম ক্রস করে শহরে এসে গেল সবজীর ট্রাক, উদ্ভাসের মত জ্বলে আছে হেডলাইট, কোথাও নারকেল পড়ার শব্দ এগিয়ে এল বলে পাখিদের অবসর নস্যাৎ শুধু তাকিয়ে থাকাটা উভচর ও শিকারিজাতক।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন