সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪

কবিতা - প্রীতম ভট্টাচার্য



ত্রিভুজ
প্রীতম ভট্টাচার্য

এক টুকরো সাদা কাগজ
বুকে তিনটি কালচে আঁচড়,
হাতে হাত ধরে দাঁড়িয়ে এক বিক্ষুব্ধ বিবর্ণ ত্রিভুজ
একটু একটু করে আমি এঁকেছিল


হয়তো লেখা হয়নি একটির পর একটি জন্মের রোজনামতা
তবুও আমারই ওরা !
জীবনের এক পিঠে,
যখন হারিয়ে যাচ্ছিলাম কল্পনার উরন্ত গোলোকে,
ওরা ঝরেছিলো, জীবনের আর এক পিঠে
                               
আলোর মতো নিঃশব্দে

আজ থেমে গেছি
মুখর হয়েছে ওরা,
যেন অব্যর্থ লক্ষে গতিশীল যুগান্তরের শায়ক
                                 
উপস্থিতির প্রতিটি মুহূর্তে ...