সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪

কবিতা - রাণা রায়চৌধুরী



আলো
রাণা রায়চৌধুরী

কত কিছুই যে হারাতে হারাতে চলেছি!
কত বন্ধুত্ব কত লেখার ইচ্ছে
, কত দেখার ইচ্ছে
হারাতে হারাতে চলেছি....
কত জার্নি কত রিলেশন
কত প্রবাহিত ক্রোধ হারাতে হারাতে
চলেছি
, কত আকাশ দেখার আনন্দ
কত কেটে যাওয়া ঘুড়ির চিরবিদায়
হারাতে হারাতে
আজ দেখি তুমি এসেছ
আমাদের লুকোচুরি খেলার উঠোনে
আজ দেখি আমার হারানো সব
লুকোচুরি খেলার উঠোনে
চাঁদ উঠেছে এক বিরাট আলো
বিরাট খেলা হয়ে